ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ শুক্রবার (৯ জানুয়ারি ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ যৌথভাবে ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ফিন্যান্স’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি ব্যাংকিং খাতের সাম্প্রতিক বৈশ্বিক ও দেশীয় চ্যালেঞ্জের প্রেক্ষাপটে ইসলামী ফিন্যান্সের নৈতিকতা, ঝুঁকি ভাগাভাগি ও টেকসই প্রবৃদ্ধিমুখী কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সংলাপ, সহযোগিতা এবং নেটওয়ার্কিং জোরদার করে ব্যাংকিং খাতের সংকট উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফিক, ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্স ইনস্টিটিউশনস (এএওআইএফআই)-এর মহাসচিব ওমর মোস্তফা আনসারি। তাঁরা নীতিমালা, করপোরেট গভর্ন্যান্স, মানদণ্ডায়ন এবং আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে ইসলামী ফিন্যান্সের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিংয়ে টেকসই উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের সূচনা
স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী আন-নদভী। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও নীতিনির্ধারকরা প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁদের মধ্যে রয়েছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান, ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিব আহমেদ, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইমরানুল হক, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ড. হাবিবুল্লাহ জাকারিয়াহ, আইএসআরএ কনসাল্টিং মালয়েশিয়ার সিইও অধ্যাপক ড. এস্কান্দার শাহ মোহাম্মদ রাশিদ এবং এএওআইএফআই-এর গভর্ন্যান্স অ্যান্ড এথিক্স বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রেজা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশে ইসলামী ফিন্যান্স শিক্ষা’ শীর্ষক পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নীতি, পাঠ্যক্রম উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বিধানের বিষয়ে আলোচনা হয়। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সম্মেলনের কার্যক্রম সঞ্চালনা করেন সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ শিক্ষাবিদ ও পেশাজীবীরা।