জঙ্গি সংগঠন আইএসের প্রধান অর্থ জোগানদাতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৪৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ২৯০ বার পড়া হয়েছে
আইএসের কথিত প্রধান অর্থায়নকারী সামি জসিম আল-জাবুরি: ছবি: ইরাকি গোয়েন্দা বাহিনীর মিডিয়া সেলের সৌজন্যে
ইরাকের গোয়েন্দা বাহিনী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) কথিত প্রধান অর্থায়নকারী সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করেছে। সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা
আল-খাদেমি এ ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র জাবুরির সন্ধান চালাচ্ছিল। জাবুরিকে আইএসের প্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির অন্যতম সহকারী বলে মনে করা হয়ে থাকে।
গ্রেপ্তার সামি জসিম আল-জাবুরিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ২০১৫ সালে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক টুইট বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী খাদেমি দাবি করেছেন সীমান্ত এলাকা থেকে ইরাকের গোয়েন্দা বাহিনী জাবুরিকে গ্রেপ্তার করে। সেখান কোন
এলাকা থেকে জাবুরিকে গ্রেপ্তার করা হয়েছেম সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি খাদেমি। তবে তিনি এ কথা বলেছেন যে জাবুরিকে জটিল অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।
ইরাকি গোয়েন্দাবাহিনীর মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, জাবুরির সঙ্গে আইএসের নতুন নেতা আমির মোহাম্মদ সায়িদ আবদুল রহমান আল-মওলার সুসম্পর্ক রয়েছে। ২০১৯ সালে
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযান পরিচালনাকালে আইএসের তৎকালীন প্রধান বাগদাদি আত্মঘাতী হওয়ার পরে তাঁর স্থলাভিষিক্ত হন আমির মোহাম্মদ।
মার্কিন তদন্ত সংস্থা (এফবিআই) জানায়, ২০১৪ সালে ইরাকের মসুলে আইএসের উপপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন জাবুরি। এ ছাড়া তিনি সংগঠনটির অর্থমন্ত্রী সমপর্যায়ের নেতা ছিলেন।
তেল, গ্যাস, প্রাচীন শৈল্পিক নিদর্শন ও খনিজ সম্পদের অবৈধ বাণিজ্যের মাধ্যমে আইএসের রাজস্ব দেখভাল করতেন তিনি।






















