১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ
- আপডেট সময় : ১১:০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন আবেদনকারী। বুধবার (১৫ মে) বিকেলে এ ফল প্রকাশ করে এনটিআরসিএ।
এনটিআরটিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন কমিটির সদস্য (যুগ্মসচিব) ড. মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গত ১৫ মার্চ তারিখে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।
ওই প্রিলিমিনারি টেস্টের ফলাফল বুধবার বিকেলে প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। আর পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।
পরীক্ষার্থীরা http://ntrca.teletalk.com.bd/result/ এই লিংকে গিয়ে নিবন্ধন পরীক্ষার রোল ও ব্যাচ নম্বর ব্যবহার করে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে সংযুক্ত QR কোড স্ক্যান করে প্রাপ্ত লিংক থেকেও ফল জানতে পারবেন। পাশাপাশি উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তার আগে ওই বছর প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৮২৫ প্রার্থী গত বছরের ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

























