সংবাদ শিরোনাম ::
Tokyo Olympics: ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো, টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক পেল ভারত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ২২৯ বার পড়া হয়েছে
মীরাবাই চানু। ছবি: রয়টার্স
টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক জয় ভারতের। মীরাবাই চানুর হাত ধরে রুপো জিতল ভারত। ভারত্তোলোক চানুর হাত ধরে পদক জয়। ২৬ বছর বয়সি চানু তাঁর ৪৯ কিলো বিভাগে অন্যতম ফেভারিট হিসেবেই শুরু করেছিলেন। ভারতের পদক জয়ের আশা পূর্ণ করলেন তিনি।
টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক জয় ভারতের। মীরাবাই চানুর হাত ধরে রুপো জিতল ভারত। ভারত্তোলোক চানুর হাত ধরে পদক জয়। ২৬ বছর বয়সি চানু তাঁর ৪৯ কিলো বিভাগে অন্যতম ফেভারিট হিসেবেই শুরু করেছিলেন। ভারতের পদক জয়ের আশা পূর্ণ করলেন তিনি।