ভয়েস ডিজিটাল ডেস্ক
এইচবিওর বহুল আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে খ্যাতি পেয়েছেন মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি। প্রশংসার সঙ্গে এমিজয়ী সিরিজটির জন্য সমালোচিতও হয়েছেন। বিশেষ করে সিরিজটিতে বেশ কয়েকটি নগ্ন দৃশ্যে অভিনয় করেন। তবে এ নিয়ে বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়েন। এ প্রসঙ্গে মুখ খুললেন সিডনি সুইনি।

সিডনি সুইনিইনস্টাগ্রাম
সিরিজটিতে সিডনি সুইনি অভিনীত নগ্ন দৃশ্যগুলোর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে ট্যাগ করে পোস্ট করেছেন অনেকে। কেউ আবার ট্যাগ করেছেন অভিনেত্রীর পরিবারের সদস্যদের, যা নিয়ে খুবই ত্যক্ত-বিরক্ত তিনি।
সম্প্রতি জিকিউ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেন, আমার পরিবারকে এসব ট্যাগ করার মানে কী! তারা তো এসব দেখতে চায়নি। এটা পুরোপুরি বাজে ও অন্যায্য একটা ব্যাপার হয়েছে। সিডনি সুইনি ইনস্টাগ্রাম
সিরিজে সিডনি সুইনি অভিনীত চরিত্রটিকে স্কুলে কেবলই যৌনতার নিরিখে বিচার করা হয়। বাস্তবে তাঁর ছবির স্ক্রিনশট প্রকাশ করে দর্শকেরা একই কাণ্ড করছেন বলে মনে করেন অভিনেত্রী।
সিডনি সুইনি ইনস্টাগ্রাম
সিরিজটিতে অভিনয়ের পর নেট দুনিয়ায় বিদ্রুপের শিকার হতে হয়েছে সিডনি সুইনিকে। তবে যাই হোক, ভবিষ্যতে এ ধরনের দৃশ্যে অভিনয় করা বন্ধ করবেন না তিনি। সিডনি বলেন, এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়।
সিডনি সুইনি টুইটার
সিডনি জানেন, তিনি যত ভালোই অভিনয় করেন না কেন মানুষ কেবল তাঁর শরীর নিয়েই বলে। এ জন্য কৈশোর থেকেই চেষ্টা করেছেন এমন কিছু করতে, যাতে মানুষ তাঁর কাজ নিয়েই কেবল কথা বলে। সিডনি বলেন, ‘আমি স্কুলে যত বেশি সম্ভব খেলায় অংশ নিতাম, পড়াশোনায় মনোযোগ দিতাম, যাতে মানুষ ভাবতে না পারে আমি শরীরসর্বস্ব।