ভয়েস ডিজিটাল ডেস্ক
মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক এবং কলেজ ছাত্র মিলে এক তরুণীকে ধর্ষণ করে। সংঘবদ্ধ ধর্ষকরা মোবাইলে ভিডিও ধারণ করে। ভিডিও ছড়িয়ে দেবার হুমকি দিয়ে আরও ৫ বার ধর্ষণ করে।
সূত্রের খবর, ধর্ষণের শিকার নারীর হবু স্বামী অন্য নারীর সঙ্গে রয়েছেন, বমেন মিথ্যে কথা বলে ডেকে নেন তারা। এরপর ওই নারীকে পালা করে ধর্ষণ করে।
এক পর্যায়ে তরুণীর কাছে অর্থ দাবি করেন ধর্ষকরা। টাকা না দেওয়ায় তারা ধর্ষণের ভিডিও তরুণীর হবু শ্বশুরকে দেখান। বিষয়টি জানাজানি হলে হবু স্বামীর সহায়তায় রবিবার থানায় অভিযোগ দেন ধর্ষণের শিকার নারী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে িিবভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আসামিরা হচ্ছে বরিশাল নগরীর রূপাতলী উকিলবাড়ি সড়কের জামিয়া কাসিমিয়া মাদরাসার শিক্ষক আবিদ হাসান ওরফে রাজু, বাবুগঞ্জ উপজেলার গাঙ্গুলিবাড়ি মোড় এলাকার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আবু সাইম হাওলাদার এবং সরকারি ব্রজমোহন কলেজের ছাত্র হৃদয় ফকির।