ভয়েস ডিজিটাল ডেস্ক
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ১১ নেতাকর্মীকে বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বিচারপতি মানিকের অভিযোগ বুধবার নিজ গাড়িতে যাওয়ার পথে নগরীর ফকিরাপুল মোড়ে বিএনপির মিছিল থেকে অতর্কিত হামলা করা হয়। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং দুর্বৃত্তরা তার কপালে-নাকে মুখে, গাড়ির ড্রাইভার ও গানম্যানকে কিল-ঘুষিসহ মারধরও করেছে।
এদিন রাত ১১টা নাগাদ শামসুদ্দিন চৌধুরীর নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কনস্টেবল রফিকুল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। যেখানে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানিয়ে বলেন, বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির সমাবেশ ছিল। সেখান থেকেই শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা করা হয়েছে। ঘটনার পর দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।মামলাটির তদন্ত ভার ডিবিকে ন্যাস্ত করা হয়েছে।
আসামিরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।