নিজস্ব প্রতিনিধি, ঢাকা
জঙ্গি সংশ্লিষ্টতায় এবারে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় ডেন্টিস্ট ৬২ বছরের মো. আবুল কাশেম আলফি নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য। জঙ্গিবাদ প্ররোচনার অভিযোগে পুলিশের ‘এন্টি টেররিজম ইউনিটের’ (এটিইউ) বুধবার রাতে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকালে এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন।
ঢাকার রামপুরা বনশ্রী আবাসিক এলাকা থেকে চিকিৎসককে গ্রেফতার করেন তারা। তার হেফাজত থেকে মোবাইল ফোন ছাড়াও ৩৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে। গ্রেফতার ডা. আবুল কাশেম আলফি তার অন্যান্য সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচরণাসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তিনি নিষিদ্ধ সংগঠনের প্রচলিত বই নিজ উদ্যোগে ছাপিয়ে অন্যান্য সহযোগী সদস্যদের কাছে বিতরণ করতেন বলে জানান পুলিশের এই আধিকারীক। গত বছর ঢাকার অদূরে মানিকগঞ্জ শিবালয় থানায় গ্রেফতারকৃত চিকিৎসকের বিরুদ্ধেনামে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা থাকার কথা জানায় পুলিশ।