নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঘূর্ণিঝড় সিত্রায়ে বঙ্গোপসাগরে ডুবে গিয়েছিল মাছ ধরার ট্রলার। উত্তাল সাগরে ভাসছিল বাংলাদেমের ২০ মৎস্যজীবী। তাদের উদ্ধারে মানবতার হা বাড়ায় ভারতীয় কোস্টগার্ড। অবশেষে দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে কোস্ট গার্ড। ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য জানায়।
মঙ্গলবার কোস্ট গার্ডের ডোর্নিয়ার বিমান থেকে উদ্ধার অভিযান পরিচালনার সময় জেলেদের সমুদ্রে ভেসে থাকতে দেখা যায়। জেলেরা ডুবে যাওয়া নৌকার ভাঙা অংশ ধরে ভেসছিল।
এক টুইটে ভারতীয় কোস্ট গার্ড জানায়, সাইক্লোন সিত্রাংয়ে আঘাতে সাগরে থাকা ২০ জেলেকে উদ্ধার করেছে ভারতের কোস্ট গার্ড। প্রচলিত নিয়ম অনুযায়ী, তাদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
In a swift co-ordinated Search & Rescue Operation @IndiaCoastGuard rescued 20 Bangladeshi fishermen post-landfall of cyclone #Sitrang. Fishermen will be handed over to #Bangladesh in accordance with the existing MoU.#SAR #BridgeofFriendship #India #Fishermen pic.twitter.com/7W4MhhBWMK
— Indian Coast Guard (@IndiaCoastGuard) October 26, 2022
সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করে আসামের দিকে গিয়েছে। সেখানেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলছে ভারী বৃষ্টিপাত। আসামের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৪৬ জন মানুষ।