ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক , ঢাকা
সোমবার দিল্লীতে অনুষ্ঠিত হবার কথা ছিলো বাংলাদেশ ও ভারতের বিদেশমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকটি। সেই বৈঠক পিছিয়ে গেছে। বৈঠকটি যাতে করে জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। দিল্লির বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে জানিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গৌয়াহাটিতে সাংবাদমাধ্যমকে বলেন, আমি এখানে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এবং অনেক বিষয়ে আলোচনা হয়েছে।
এমন অবস্থার প্রেক্ষিতে বিদেশমন্ত্রী মনে করেন সোমবারের বৈঠকটি পেছানো যেতে পারে। অসমের গৌহাটিতে নদী কনফারেন্সে ড. আব্দুল মোমেনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের মধ্যে সাইডলাইনে বৈঠক হয়। ওখানে বিষয়টি নিয়ে আলোচনার পরে জেসিসি বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়। গৌয়াহাটিতে নদী কনফারেন্সে যোগ দিতে শুক্রবার এখানে পৌঁছান এবং বৈঠক শেষে রবিবার দিল্লি যাওয়ার কথা ছিল। বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তম জেসিসি বৈঠকটি ১৮ জুন হতে পারে।