Air pollution : বায়ুদূষণে শীর্ষে ঢাকা
- আপডেট সময় : ১১:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
মঙ্গলবার সকাল ৯টা ২২ মিনিটের দিকে একিউআই স্কোর ২৬৫ নিয়ে প্রথম স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা, যা স্বাস্থ্যের
জন্য খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত
ভয়েস ডিজিটাল ডেস্ক
বর্ষামৌসুমে বায়ুমাণ ভালো থাকলেও শুষ্ক মৌসুমে তা প্রচণ্ড খারাপ হয়ে থাকে। এছাড়া বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই।
অপরিকল্পিত নগরায়নও বাড়ছে বায়ূ দূষণ। এরই ধারাবহিকতায় মঙ্গলবার ২৬৫ স্কোর নিয়ে দূষণের প্রথম অবস্থানে ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমাণ পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার অবস্থান প্রথম।
সকাল ৯টা ২২ মিনিটের দিকে একিউআই স্কোর ২৬৫ নিয়ে প্রথম স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা, যা স্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর হিসেবে
বিবেচিত। আর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকতা, যার স্কোর ২৪৮।
একিউআই স্কোর ২০৪ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। আবার ১৯৯ স্কোর নিয়ে চর্তুথ স্থানে
রয়েছে ভারতের দিল্লি। ১৯৬ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর রয়েছে পঞ্চম স্থানে।
এদিকে নির্মল বাতাসের সবশেষ তালিকাতে রয়েছে সৌদি আরবের রিয়াদ। যার স্কোর ০।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং
অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও
ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের
জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।