ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশে করোনা ভাইরাস ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। রাত পোহালেই রেকর্ড সংখ্যক আক্রান্ত বার্তা আসছে স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে। ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু এবং সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়, দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪৭ জনে। আর আক্রান্তর সংখ্যাটা ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।
এর আগে মঙ্গলবার মৃত্যুর তালিকায় ছিলো ৬৬ জন। এটিই করোনার শুরু থেকে সর্বোচ্চ। এ সময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জন। অর্ধশত’র ওপরে মৃত্যুর খবরটি দিয়ে আসছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, একদিনে ৩৪ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৩০টি নমুনা। তাতে করে পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষায় এ হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। যার ১০ দিনের মাথায় ১৮ মার্চ আক্রান্ত একজনের মৃত্যু হয়।