৯ দিনে ৭ হাজার কোটি রেমিট্যান্স
- আপডেট সময় : ১০:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক. ঢাকা
বিদেশে কর্মরত বাংলাদেশিদের টাকা পাঠানোর (রেমিট্যান্স) গতি বাড়ছে। চলতি মাসের ৯ দিনে বাংলাদেশে এলা ৭ হাজার কোটি।
চলতি বছরের জানুয়ারির মাসের মতো ফেব্রুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহের গতি বেশ। চলতি মাস ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার এসেছে।
প্রতিদিন আসছে ৭ কোটি ডলারের বেশি। এভাবে রেমিট্যান্স আসার গতি থাকলে চলতি মাসেও দুই বিলিয়ন ডলার ছাড়াবে রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুসারে, ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) পরিমাণ প্রায় ৬ হাজার ৯৪৮ কোটি টাকা। প্রতি দিনে গড়ে আসছে ৭ কোটি ডলার বা ৭৭০ কোটি টাকা।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।
জানুয়ারির মাসে ২১০ কোটি ডলার বা ২৩ হাজার ১০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে আসে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার যা ২১ হাজার ৮০০ কোটি টাকার বেশি।