৮ দিনে ঢাকায় আটক ৫,৯৫১ জন, কোটি টাকার ওপরে জরিমানা

- আপডেট সময় : ০৮:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
করোনার হটস্পটে পরিণত হয়েছে বাংলাদেশ। এতোদিন যা নগর কেন্দ্রীক সীমাদ্ধ ছিলো, এখন তা ছড়িয়ে পড়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। সীমান্তবর্তী জেলা খুলনা, রাজশাহী, যশোর ও সাতক্ষীরার অবস্থা সংকটময়। করোনার মৃত্যুর সর্বচ্চস্থানে রয়েছে খুলনা। এ অবস্থায় কঠোর লকডাউনের অষ্টমদিন অতিবাহিত হলো। করোনায় ফের একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তর বার্তা দিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৫১ জন, যা মহামারিকালে একদিনে সর্বোচ্চ। এর আগে বুধবার শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ১৬২ জন। আর তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলো ১১ হাজার ৫২৫ জন। যা কিনা গতকাল পর্যন্ত একদিনে সর্বোচ্চ জায়গাটি দখল করে ছিলো। টানা তিন দিন ধরে শনাক্ত ১১ হাজারের উর্ধে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, নতুন শনাক্ত হওয়া ১১ হাজার ৬৫১ জনকে নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্তর সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। আর মৃত বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯২ জনে। পরিস্থিতির পরিবর্তন না হলে আসছে ঈদেও লকডাউন থাকার আশঙ্কা করা হচ্ছে।
লকডাউনের ৮ দিনে ঢাকায় আটক করা হয় ৫৯৫১জনকে। পাশাপাশি ৩ হাজার ৪০৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ব্যক্তি ও গাড়ি মিলিয়ে জরিমানা আদায় করা হয়েছে ১ কেটি ৯৮ হাজার ১৯০ টাকা। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, লকডাউন বাস্তবায়নে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে দায়িত্ব পালন করছে র্যাব। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউনের প্রথমদিন থেকেই র্যাবের সবগুলো ব্যাটালিয়নের সদস্যরা রাতদিন মানুষকে ঘরে রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায়
রাখা সর্বোপরি মানুষ যেন ঘর থেকে বের না হয়, সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বুধবার সারাদেশে ১৯৪টি চেকপোস্টে ২৪টি ভ্রাম্যমাণ আদালত ১৯৩ জনকে আটক এবং ১ লাখ ২৬০ টাকা জরিমানা আদায় করেছে।