২৭ মে থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় আসবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আমের সঙ্গে শাকসবজি ও ফলমূলও ঢাকায় আসবে একই ট্রেনে।
বুধবার রেলপথ মন্ত্রকের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
২৭ মে চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা-রাজশাহী-ঢাকা-রহনপুর রুটে চলাচল করবে।
রেলপথ মন্ত্রক সূত্রের খবর, এবার ম্যাংগো স্পেশাল ট্রেনে আমের কেজি প্রতি ভাড়া পড়বে ১ দশমিক ৩০২ টাকা।
আম মৌসুমে দ্রুত ও সহজে পরিবহণ করতে গত বছর থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করে রেলমন্ত্রক। সে বছর জুন-জুলাইয়ে ৮৫৭ মেট্রিক টন আম স্পেশাল ট্রেনে ঢাকায় আনা হয়েছিল। এতে রেলওয়ের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।