সংবাদ শিরোনাম ::
২৭ মে থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

ভয়েস রিপোর্ট
- আপডেট সময় : ০৯:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ২০০ বার পড়া হয়েছে
এবারেও নামমাত্র মূল্যে আম পরিবহন করবে বিশেষ ট্রেন
২৭ মে থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় আসবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আমের সঙ্গে শাকসবজি ও ফলমূলও ঢাকায় আসবে একই ট্রেনে।
বুধবার রেলপথ মন্ত্রকের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
২৭ মে চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা-রাজশাহী-ঢাকা-রহনপুর রুটে চলাচল করবে।
রেলপথ মন্ত্রক সূত্রের খবর, এবার ম্যাংগো স্পেশাল ট্রেনে আমের কেজি প্রতি ভাড়া পড়বে ১ দশমিক ৩০২ টাকা।
আম মৌসুমে দ্রুত ও সহজে পরিবহণ করতে গত বছর থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করে রেলমন্ত্রক। সে বছর জুন-জুলাইয়ে ৮৫৭ মেট্রিক টন আম স্পেশাল ট্রেনে ঢাকায় আনা হয়েছিল। এতে রেলওয়ের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।