ছবি: ইউনিসেফ
২৫ বছরেই হলেই নেওয়া যাবে করোনার টিকা। করোনার শুরু সময়টাতে কেবল বয়স্ক ব্যক্তিরাই আক্রান্ত ও মৃত্যুর তালিকায় ছিলেন। এখন তা পাল্টে গিয়েছে। ১৫ থেকে ১০০ বছর বয়সের মানুষও আক্রান্ত হচ্ছে। মৃত্যুর তালিকায় ১২ থেকে ২০ বছর বয়সের তরুন-যুবকরাও রয়েছে।
একারণে সরকার টিকার নির্ধারিত বয়স কমিয়ে ২৫ বছরে নাময়ে এনেছে হাসিনা সরকার।
এখন থেকে যার বয়স ২৫ বছর তিনিই টিকা নিতে পারবেন। আর গ্রামাঞ্চলে জাতীয় পরিচয়পত্র
নিয়ে কোন ব্যক্তি টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করতে পারবেন। আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সরকারের তরফে যাকে গণটিকা বলা হচ্ছে।
বৃহস্পতিবার সুরক্ষা অ্যাপে ঢুকে টিকা নিবন্ধনের বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব দেখা যায়। এর আগে গত ১৯ জুলাই টিকা নেওয়ার বয়স ত্রিশোর্ধ্ব নির্ধারণের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় কমিয়ে ৪০ বছর করা হয়। সবশেষ বিভিন্ন মাধ্যমে টিকার সংস্থান মেলায় চতুর্থ দফায় টিকা নেওয়া বয়স ৩০ বছরে করার ঘোষণা দিয়েছি সরকার।