ভয়েস ডিজিটাল ডেস্ক
বিশ্বরেকর্ড গড়ল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া। সোলাপুর থেকে বিজাপুর সেকশনে ২৫ কিমি রাস্তা মাত্র ১৮ ঘণ্টায় তৈরি করেছে তারা। এরপরই ‘লিমাক বুক অব রেকর্ডস’ এ নাম লেখাল সংস্থাটি। খবর নিউজ ১৮।
দেশটির কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকরি এক টুইটে জানান, হায়দরাবাদে ২৫ কি.মি. দীর্ঘ হাইওয়ে লেন ১৮ ঘণ্টারও কম সময়ে তৈরি করেছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার কর্মীরা।
চার লেনের এই হাইওয়ের একদিকে ১২ দশমিক ৭৭ কি.মি. রাস্তা প্রথমে নির্মাণ করা হয়। এরপর ওই রুটে সিঙ্গল লেন ডাবল করা হয়েছে। মোট ৫০০ জন কর্মচারী দিনরাত এক করে কাজ করেছেন।
আগে হাইওয়ে নির্মাণের পর দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে লিনিয়ার পদ্ধতি মেনে চলতেন কর্মীরা। ২০১৮ সালের পর থেকে লেন-কিলোমিটারের হিসেবে রাস্তার মাপ নেওয়া হয়। ফলে এখন হাইওয়ের ওভারঅল লেন্থ নেওয়ার পরিবর্তে প্রতি লেনের দৈর্ঘ্য মাপা হয়।
করোনাভাইরাসের টিকা প্রস্তুতকারক ভারতীয় দুই সংস্থাকে নিশানা করার অভিযোগ উঠেছে চীনের হ্যাকারদের বিরুদ্ধে। সাইবার গোয়েন্দা সংস্থা সাইফিরমা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, চীনের হ্যাকারদের একটি দল সম্প্রতি ভারতীয় দুই টিকা প্রস্তুতকারক সংস্থার প্রযুক্তিগত পদ্ধতিকে টার্গেট করেছে।