১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে শুভেচ্ছা ভাষণ দেবেন চীনের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৬:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ২৬১ বার পড়া হয়েছে
কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত লি জিমিং
ভয়েস ডিজিটাল ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে আগামী ১৭ মার্চ শুভেচ্ছা ভাষণ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার সকালে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধনের অনুষ্ঠানমালায় আগামী ১৭ মার্চ শুভেচ্ছা বক্তব্য দেবেন শি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী আয়োজনটি চীনের টেলিভিশন চ্যানেলেও সম্প্রচারের আগ্রহের কথা জানিয়েছেন লি জিমিং।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং। ছবি: সংগৃহীত
লি জিমিং ও কামাল চৌধুরী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আগামী ১৭-২৬ মার্চের অনুষ্ঠানমালা নিয়ে কথা বলেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে ভাষণ এবং চীনা টেলিভিশনে সম্প্রচার উদ্যোগের জন্য ধন্যবাদ দেন কামাল চৌধুরী। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাধারণ সেবা) ও মুজিব জন্মশতবর্ষ সেলের সমন্বয়ক সালাহ উদ্দিন মাহমুদ এবং ঢাকায় চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।