সংবাদ শিরোনাম ::
হাফপ্যান্ট পরেই খবর উপস্থাপন, বিবিসির সাংবাদিক ভাইরাল ভিডিও !

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
শন লে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সংবাদ উপস্থাপক। সম্প্রতি তার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এতে দেখা যাচ্ছে, ব্লেজার ও টাইয়ের সঙ্গে হাফপ্যান্ট পরে আছেন।
ডেইলি মেইল জানিয়েছে, বিবিসির সাংবাদিক শন লে ক্যামেরার সামনে করোনাভাইরাস পরিস্থিতিতে ভ্রমণ বিধিনিষেধ নিয়ে সংবাদ উপস্থাপন করছিলেন। এমন সময় সেকেন্ডের জন্য পেছনের একটি ক্যামেরায় দেখা যায়, তার পরনে হাফপ্যান্ট এবং গ্রীষ্মের জুতা।
টুইটারে ওই ছবি শেয়ার করে মেস্সিমো পিনি নামে এক ব্যক্তি ক্যাপশনে লিখেছেন, বিবিসির সাংবাদিক শন লে হাফপ্যান্ট পরে কী নিজের কুলনেস প্রকাশ করছেন?
অপর এক ব্যবহারকারী টুইটে মন্তব্য করেছেন, ‘লন্ডনে আজ অনেক গরম। এ কারণে তিনি প্যান্ট পরিহার করেছেন।’ সূত্র: ডেইলি মেইল