স্বাস্থ্যবিধি মেনে চলা হলে লকডাউনের প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট সময় : ১১:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমারা চাই দেশের অর্থনৈতিক অবস্থা সচল থাকুক। আমরা বার বার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা আসছি। দেশবাসী সহযোগিতা করলে আশা করি করোনা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে লক ডাউনের প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেকের মতে, ‘সকল কর্মক্ষেত্রে নারীরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনী, পুলিশবাহিনী সবকিছুতেই এখন নারীদের অংশগ্রহণ বেড়েছে এবং নারীরা এখন আর পিছিয়ে নেই।’
মন্ত্রীর মতে, নারীরা সার্বক্ষণিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। নার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে কাজ করে যাচ্ছেন। অধিকাংশ নারীরা সততার সঙ্গে কর্মক্ষেত্র কাজ করেন। নারীরা দুর্নীতি করে না দুর্নীতি করে পুরুষরা।