স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক
- আপডেট সময় : ১১:১৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
সোমবার দিবাগত রাতের ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
অযৌক্তিকভাবে কোন হেফাজত নেতাকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ তুলে ধরেছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার রাত ১০টা নাগাদ সংগঠনেটির একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় যান। বৈঠকে একাধিক পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিলেন সূত্রের খবর।
প্রথমে হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাড়ির সদর দরজায় পৌছে নিজেদের মধ্যে আলোচনার পর বাড়ির ভেতরে যান। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা মামলা ও গ্রেপ্তার নিয়ে আলোচনা হয়েছে।
হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, তারা সরকারের বিরুদ্ধে নন। সরকারের বিরুদ্ধে তাদের কোনো আন্দোলনের কর্মসূচিও ছিল না।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে কিছুই জানা ছিল না তার। হঠাৎ করেই হেফাজত নেতারা বাসায় এসে হাজির হন। তারা দাবি জানান, হেফাজত নেতাদের যাতে গণগ্রেপ্তার না করার।
হেফাজতের এমন বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো গণগ্রেপ্তার হচ্ছে না। যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সব হচ্ছে আইন অনুযায়ী। এসময় তারা মাদ্রাসা খুলে দেওয়া দাবি জানালে , স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদ্রাসা খুলে দেবার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের একক কোনো বিষয় নয়।
হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন, দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।