স্পিনারদের দাপট গুঁড়িয়ে গেল উইন্ডিজ শিবির
- আপডেট সময় : ০৯:৩৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ৩০৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
চা বিরতির কিছু আগ থেকেই ভেঙে পড়তে শুরু করেছে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। আর এটি সম্ভব হয়েছে স্পিনারদের দাপটের কারণেই। তবে, হোঁচটের মধ্য দিয়ে শুরু হলেও দ্বিতীয় সেশনে ঘুরে দাড়িয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জার্মেইন ব্ল্যাকউড এবং জশুয়া ডা সিলভার ব্যাটে ভর করে ধীরে ধীরে লক্ষ্যে এগোতে থাকলেও স্পিনারদের দাপটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি কেউই।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের চলমান প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতে উইকেট খোয়ালেও ফলোঅনের শঙ্কা কাটিয়ে বেশিদূর যেতে পারেনি ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের প্রেক্ষিতে ব্যাট করতে নেমে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে কিছুটা চাপে পড়েন তারা। দ্বিতীয় দিন ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান নিয়ে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাইজুল।
ধাক্কা কাটিয়ে ৯৯ তানের ঝুঁটি গড়েন ব্ল্যাকউড ও দা সিলভা। উভয়ের ব্যাটিং দৃঢ়তায় ফলোঅনের শঙ্কা কাটিয়ে বেশ এগিয়ে গেছে উইন্ডিজ শিবির। তবে ঠিক চা বিরতির আগে সাজঘরে ফিরেছেন দুইজন। বিরতি থেকে ফিরে বটাইগারদের স্পিন ঘুরনিতে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি উইন্ডিজ ব্যাটসম্যানরা। ২৫৯ রানে থেমে যায় তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেহেদি। মুস্তাফিজ, নাইম ও তাইজুল নিয়েছে ২টি করে উইকেট।