ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁও রিসোর্ট ভাঙচুর মামলায় কাউন্সিলর গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ২০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউন্সিলর ফারুক আহমেদ তপন

ভয়েস ডিজিটাল ডেস্ক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনায় দিনে এক পর্যায়ে রিসোর্টটিতে চালানো সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার হয়েছেন। শনিবার মধ্যরাতে তাকে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছে, ৩ এপ্রিল হেফাজতের সহিংস ঘটনার মামলায় সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি স্থান থেকে গ্রেফতার করা হয়।

হাফিজুর রহমান আরও জানান, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন হেফাজতে ইসলামের নাশকতার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। চার মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।

গত ৩ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন (মামুনুল হক এই নারীকে তার স্ত্রী বলে দাবি করেন) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে।

এ ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রয়েল রিসোর্ট, আওয়ামী লীগ কার্যালয়ে ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর এবং মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে দুটি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সোনারগাঁও থানায় পাঁচটি মামলা করেন। সাত মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১,৮০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ৬৩ জন।

স্থানীয়রা জানিয়েছেন, কাউন্সিলর ফারুক আহমেদ তপন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনারগাঁও রিসোর্ট ভাঙচুর মামলায় কাউন্সিলর গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১

কাউন্সিলর ফারুক আহমেদ তপন

ভয়েস ডিজিটাল ডেস্ক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনায় দিনে এক পর্যায়ে রিসোর্টটিতে চালানো সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার হয়েছেন। শনিবার মধ্যরাতে তাকে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছে, ৩ এপ্রিল হেফাজতের সহিংস ঘটনার মামলায় সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি স্থান থেকে গ্রেফতার করা হয়।

হাফিজুর রহমান আরও জানান, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন হেফাজতে ইসলামের নাশকতার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। চার মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।

গত ৩ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন (মামুনুল হক এই নারীকে তার স্ত্রী বলে দাবি করেন) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে।

এ ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রয়েল রিসোর্ট, আওয়ামী লীগ কার্যালয়ে ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর এবং মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে দুটি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সোনারগাঁও থানায় পাঁচটি মামলা করেন। সাত মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১,৮০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ৬৩ জন।

স্থানীয়রা জানিয়েছেন, কাউন্সিলর ফারুক আহমেদ তপন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।