ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোনারগাঁওয়ে রিসোর্টে হামলা: হেফাজত নেতা মামুনুলসহ ৮৩ জনের বিরুদ্ধে তিনটি মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ২৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকার রয়েল রিসোর্টে ব্যাপক ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নামে দুটি মামলা করেছে পুলিশ। মামলায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। লাইভ প্রচারের অভিযোগে এক সাংবাদিককে মারধর করা হয়। শারীরিক হেনস্থার শিকার সাংবাদিক বাদী হয়ে পৃথক আরও একটি মামলা দায়ের করেছেন।

বুধবার সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার তিনটি মামলার হয়েছে। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে এসব মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুটি করেছে। অপরটি একজন সাংবাদিক বাদী হয়ে করেছেন।

গত ৩ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ বেড়াতে গিয়ে স্থানীয় জনগণের হামলার মুখে পড়েন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

ঘটনার দিন বিকাল তিনটায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক হেফাজত সমর্থক রিসোর্ট থেকে মামুনুল হককে ছাড়িয়ে নিয়ে যান। এসময় ব্যাপক ভাঙচুর চালায় তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনারগাঁওয়ে রিসোর্টে হামলা: হেফাজত নেতা মামুনুলসহ ৮৩ জনের বিরুদ্ধে তিনটি মামলা

আপডেট সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকার রয়েল রিসোর্টে ব্যাপক ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নামে দুটি মামলা করেছে পুলিশ। মামলায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। লাইভ প্রচারের অভিযোগে এক সাংবাদিককে মারধর করা হয়। শারীরিক হেনস্থার শিকার সাংবাদিক বাদী হয়ে পৃথক আরও একটি মামলা দায়ের করেছেন।

বুধবার সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার তিনটি মামলার হয়েছে। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে এসব মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুটি করেছে। অপরটি একজন সাংবাদিক বাদী হয়ে করেছেন।

গত ৩ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ বেড়াতে গিয়ে স্থানীয় জনগণের হামলার মুখে পড়েন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

ঘটনার দিন বিকাল তিনটায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক হেফাজত সমর্থক রিসোর্ট থেকে মামুনুল হককে ছাড়িয়ে নিয়ে যান। এসময় ব্যাপক ভাঙচুর চালায় তারা।