সংবাদ শিরোনাম ::
সেলফি’ই যমুনা গিলে নিলো ৩ বোনকে!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ২২৫ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি
জৈষ্ঠ্য মাস। জল বেড়ে যমুনা যৌবনের পা বাড়াচ্ছে। হঠাৎ হঠাৎ লুকোচুরির এক পসলা বৃষ্টি। চপলা কিশোরী মন নেচে ওঠে। কিন্তু বিপত্তি তখনই, যখন কুপিবাতির সলতের মতো দপ করে নিভে গিয়ে আনন্দটা অন্ধকারে ছেয়ে যায়!
তেমনি ঘটনাই ঘটলো। আনন্দ মুহূর্তকে মুঠো ফোনে বন্দি করতে, যমুনা নদীর একেবারে তীরে ঘেষে দাঁড়িয়ে ‘সেলফি’ তুলছিলো তিনবোন।
তার পরের ঘটনা মর্মান্তিক!
ঘটনাটি বাংলাদেশের উত্তরজনপদ গাইবান্ধায়। জানা গেছে, রংপুর মহানগরীর মোল্লাপাড়া এলাকার একই পরিবারের তিন বোন ঋতু, প্রীতি ও মামাতো বোন অনামিকা।
তিনবোন মিলে যমুনা নদীতে বেড়াতে গিয়েছিলো। সেখানে সেলফি তুলতে গিয়ে পা পিছলে যমুনায় পড়ে যায় ঋতু। তাকে তুলতে ঝাপিয়ে পড়ে দু’বোন। তারপরের বার্তা যমুনা অথৈ জলে তিনবোনের সলিল সমাধি। সেখানে চলছে এখন শোকের মাতম।