সংবাদ শিরোনাম ::
সেনা প্রধান জেনারেল শফিউদ্দিনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভয়েস রিপোর্ট
- আপডেট সময় : ০৭:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ২০০ বার পড়া হয়েছে
ছবি: আইএসপিআর
বাংলাদেশের নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
তুর্কি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে বুধবার সেনাসদর দপ্তরে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বার্তায় এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উভয়েই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে তুরস্কের রাষ্ট্রদূত অভিনন্দন জানান।
সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুরস্কের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। জেনারেল শফিউদ্দিন গত ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
রাষ্ট্রদূতদের মধ্যে এর আগে তার সঙ্গে দেখা করেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।