সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত শ্রীনগর, হত দুই লস্কর-ই-তইবার সদস্য

- আপডেট সময় : ০৯:২১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ১৯৯ বার পড়া হয়েছে
চলছে সেনার সার্চ অপারেশন
সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের শ্রীনগর। ডানমারের আলমদার কলোনি এলাকায় গুলির লড়াইয়ে হত ২ জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিসের আইডি বিজয় কুমার জানান, হত দুই জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য।
জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে, বৃহস্পতিবার রাত থেকে শ্রীনগরের ডানমারের আলমদার এলাকায় সার্চ অপারেশনে নামে সেনা ও পুলিস। সূত্রের খবর, হঠাৎ করে বাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পালটা উত্তর দেন জওয়ানরা।
দীর্ঘ গুলির লড়াইয়ে হত দুই লস্কর জঙ্গি। গতকাল জম্মু-কাশ্মীর পুলিসের তরফে বান্দিপোড়ায় একটি জঙ্গি মডিউলেরও পর্দা ফাঁস করা হয়। গ্রেফতার হয় লস্কর-ই-তইবার তিন সদস্য। ধৃতেদর কাছ থেকে প্রচুর বন্দুক-কার্তুজ, ভুয়ো সিম কার্ড উদ্ধার হয়।
Two unidentified terrorists were killed during an encounter between security personnel and terrorists at Alamdar Colony, Danmar area of Srinagar. Search underway. Details awaited: Jammu & Kashmir Police
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/naE2pEo96u
— ANI (@ANI) July 16, 2021
জম্মু-কাশ্মীর নিয়ে সেখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা, পুলিস
কর্মীকে হত্যা, একাধিক সন্দেহভাজন ড্রোনের ঘোরাঘুরি এবং সেনা-জঙ্গি গুলির লড়াই। করোনা পরিস্থিতিতেও দেশকে উত্তপ্ত করে তুলতে কোনও কসুর করছে না পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো।সূত্র জি২৪ঘন্টা