সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি
- আপডেট সময় : ০২:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ২২৭ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন
ভয়েস ডিজিটাল ডেস্ক
সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের বিশাল সীমান্ত এলাকার নিরাপত্তায় বিজিবি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।
শুক্রবার পিলখানা বিজিবি কেন্দ্রীয় মসজিদের বিজিবি সদর দপ্তরে পিলখানা হত্যাকান্ডে শহীদ আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল শেষে এসব কথা বলেন।
সচিব মোস্তফা কামাল উদ্দিন বলেন, ২০০৯ সালে সংঘটিত বিডিআর বিদ্রোহে দেশের ৫৭ জন সেনা কর্মকর্তা শাহাদত বরণ করেছিলেন। তাদের পরিবারের যারা জীবিত আছেন তাদের সকলের মঙ্গল কামনা করেন তিনি।
এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, প্রতিটা বাহিনীতেই কিছু না কিছু ঘটনা ঘটে। যা থেকে আমরা ভবিষ্যতের জন্য শিক্ষা নেই।
এর আগে বাদ জুমা পিলখানা বিজিবি কেন্দ্রীয় মসজিদ, ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।