ভয়েস রিপোর্ট, ঢাকা
প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের সাড়ে ৪ কেজি স্বর্ণসহ ২ পাচারকারীকে আটক করেছেন সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুরে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকা থেকে বেনাপোলগামী একটি যাত্রাবাহী বাসে তল্লাসী চালিয়ে এসব স্বণ্যের বার উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, ঢাকা থেকে ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর-মাগুড়া মহাসড়কের বাহাদুরপুর বাজার নামক স্থানে পৌঁছলে বাসটি তল্লাশী করে সন্ধেহভাজন ২ ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪.৫৪০ কেজি ওজনের ১৩ টি স্বর্নের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৩,১৭,৮০,০০০/- (তিন কোটি সতের লক্ষ আশি হাজার) টাকা।
আটককৃতরা হচ্ছে, রাজবাড়ি মোঃ আক্তার হোসেন মন্ডল (৩০) এবং একই এলাকার মোঃ হোসেন মিজি (৩৭)। আটককৃত স্বর্ণের বারসহ আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।