সাবেক এমপি আউয়ালের নির্দেশেই খুন

- আপডেট সময় : ০৯:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
সাবেক এমপি আউযাল
আদালতে সুমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ঢাকার পল্লবীতে ছেলের সামনে সাহিনুদ্দীন নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় গ্রেফতার সুমন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বলেছেন, সাবেক এমপি আউয়ালের নির্দেশেই সাহিনুদ্দীনকে খুন করা হয়।
সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। সুমন স্বেচ্ছায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি প্রদানের পর তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
গত ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দীনকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়। প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনায় মা আকলিমা বেগম মামলা করেন। হ্যাভেলি প্রপার্টিজ ডেভেলপার
লিমিটেডের এমডি এবং লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এম এ আউয়ালকে প্রধান আসামিসহ ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলায় ঘটনায় প্রথমে দিপু ও মুরাদকে গ্রেফতার হয়।
তদন্তভার ডিবিতে স্থানান্তরের পর ১৯ মে কিলার গ্রুপের প্রধান সুমন ব্যাপারী ও রকি তালুকদারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একই দিন র্যাব সাবেক সংসদ সদস্য এম.এ আউয়াল, হাসান ও জহিরুল হক বাবুকে গ্রেফতার করে।
২০ মে রাতে এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি মানিক ওরফে চাপাতি মানিক পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। ২২ মে রাতে এই মামলার আরেক আসামি চাপাতি মনির ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।