সাত দিন শিথিল লকডাউন

- আপডেট সময় : ০৬:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ১৮২ বার পড়া হয়েছে
ঈদের পর ফের ১৪ দিনে শাটডাউনে যাচ্ছে দেশ
২১ জুলাই কোরবাণীর ঈদ। তার আগে ঢাকাসহ সারা দেশে বসবে কোরবাণীর পশুর হাট। ঢাকায় পশুর হাট বসানোর কাজ জোর কদমে চলছে। স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি যাবার অপেক্ষায় রয়েছেন অগুনতি মানুষ। ঢাকায় কর্মরত এমন অনেকেই রয়েছেন, যারা বছরের এই উৎসবটি ঘিরে গ্রামের বাড়িতে গিয়ে থাকেন।
ঈদের পর আবারও ১৪ দিনের জন্য শাটডাউনে যাচ্ছে দেশ। এ অবস্থায় ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার বিকেলে মন্ত্রিপরিষধ বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, এ সময় বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। খোলা থাকবে সব ধরনের মার্কেট, দোকানপাট ও শপিংমল।
কোরবানি ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে বেচারকেনার বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহণ চলবে স্বাস্থ্যবিধি মেনে। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।
ঈদে লঞ্চ চলাচল করবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক যে কমিটি রয়েছে, তারাই লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন।
আগামী ১৭ জুলাই থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন যোগে গরু আনা শুরু করবে রেলওয়ে। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে বেচাকেনার বিষয় বিবেচনায় নিয়ে সরকার এমন সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছে মন্ত্রী পরিষদ।
চলমান লকডাউন ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। লকডাউন শিথিলের ৮দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই সরকার তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রবিবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সামনে ঈদকে সামনে রেখে সাত দিনের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রী পরিষদ বিভাগ।