সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, মাসজুড়েই চলবে শীত দাপট
- আপডেট সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সমানতানে শীতের দাপট, উভয়দেশেই তাপমাত্রা কমছে
শুক্রবার বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ এবং কলকাতা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে
হিমশীতল কুয়াশার চাদর, মাসজুড়েই চলবে শীত দাপট
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। এখানের মাটি বালুকাময়, জলাভূমি এবং পুরাতন হিমালয় বেসিনের মাটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। সমুদ্রতল
থেকে যার উচ্চতা প্রায় ১৫০ ফুট (৪৬ মিটার)। বহুল আলোচিত এই জেলা থেকেই হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায়।
এই জেলাতেইতো শীতের দাপট থাকবে। প্রতিবছরের ন্যায় এবারেও শীতের তীব্রতার রেকর্ড রয়েছে এখানে। বৃষ্টির মতো হিমশীতল কুয়াশা ঝরছে
পঞ্চগড়ে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এরই মধ্যে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে বৃষ্টি! শীতের তীব্রতা
আরও বাড়িয়ে দেবে।
আবহাওয়া অধিদফতরের পূর্বভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
রেকর্ড করা হয়েছে।
কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
নিম্নমুখী তাপমাত্রায় কলকাতায় ফিরতে চলেছে শীতের চাদর। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া।
শুক্রবার ঢাকার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার শীতের তীব্রতা আরও বাড়বে। এ মাসজুড়েই চলবে শীত দাপট। পাবনা, কিশোরগঞ্জ,
দিনাজপুর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
মাঝরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশ মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।
কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সামান্য বিঘ্ন ঘটার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।
শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়ষ্ক মানুষ শীতজনিত নানা জটিলতায় ভুগছে।