শেখ হাসিনার হাত ধরে শিকলবন্দি গণতন্ত্র আজ মুক্ত : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ ৪৫৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে দেশ আজ উন্নত হয়েছে। শেখ হাসিনার হাত ধরে শিকলবন্দি গণতন্ত্র আজ মুক্ত। ফিরে এসেছে সত্যিকারের গণতন্ত্র। প্রধানমন্ত্রী জীবিত আছেন বলেই আজ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। নারীর ক্ষমতায়ন নিিিশ্চত হবার কারণে, প্রতিটি সেক্টরে নারীরা সম্মানের সঙ্গে কাজ করে চলেছেন। দুষ্কৃতিকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমাদের মনে রাখতে হবে দুষ্কৃতিকারী কোন দল নেই। সে অপরাধী। আর একজন অপরাধি হিসেবে তাকে শাস্তি পেতেই হবে। এতে অপরাধ কমে আসবে। সম্প্রতি নারী নির্যাতন, গণধর্ষণ নিয়ে একটি রাজনৈতিক দল রাজনীতি করছে বলেও মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস-এমডিপি আয়োজিত ‘নারী ক্ষমতায়নে শেখ হাসিনা: বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ড. হাছান মাহমুদ স্মরণ করিয়ে দেন, সম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণির রাজনৈতিক নেতারা রাজনীতি করতে চাচ্ছেন। এমসি কলেজের ঘটনা মির্জা ফখরুল ভিন্নখাতে নিয়ে রাজনীতি করছেন। আমরা বলতে চাই, নারী নির্যাতনকারী, দুষ্কৃতিকারীর কোনো দল নেই, এদের সামাজিকভাবে বয়কট করা উচিত। তথ্যমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে প্রতিবন্ধী নারীকেও গণধর্ষণের শিকার হতে হয়েছিল। শত শত নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছিল। বিএনপি কোনো বিচার করেনি। এর পরিবর্তে তারা দলের হয়ে বাহবা দিয়েছিল। আমরা প্রতিটি ঘটনায় আগে দল থেকে বহিষ্কার করেছি। তারপর উপযুক্ত শাস্তি হয়েছে। এমসি কলেজের ঘটনাতেও অপরাধী যেই হোক তাদের শাস্তি পেতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, শূন্য থেকে পথচলা শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের একজন নেতা নন, বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তার সাহসিকতা দেখে নারীরা পথচলার প্রেরণা পাচ্ছেন। শেখ হাসিনার অদম্য ইচ্ছায় অনুপ্রাণিত হয়ে আজ লাখ লাখ নারী পথ চলছেন। নারী-পুরুষ মিলেই সমাজকে এগিয়ে নিচ্ছেন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ডিক্যাব সভাপতি আঙুর নাহার মন্টি। বক্তব্য রাখেন এসডিজি বাস্তবায়নের মূখ্য সচিব (সিনিয়র সচিব) জুয়েনা আজিজ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী প্রমুখ।