ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ৯ এপ্রিল ঢাকা আসবেন জন কেরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্র সরকারের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জন কেরি। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

একেবারেই সংক্ষিপ্ত সফরে ৯ এপ্রিল ঢাকায় পা রাখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক বিদেশ মন্ত্রী জন কেরি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মূলত আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার কারণে এ বছর সম্মেলনটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট এর আগেই শেখ হাসিনাসহ ৪০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। এবারে বিষয়টি নিয়ে আলোচনা করতেই জন কেরির এই সফর। ঢাকায় তিনি মোট ৫ থেকে ৬ ঘণ্টার মতো অবস্থান করতে পারেন।

এ বিষয়ে বিদেশ মন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনের আয়োজন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তাছাড়া আমরা (বাংলাদেশ) ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের হয়ে রিপ্রেজেন্ট করি। এ কারণেই বিষয়গুলো নিয়ে জন কেরি আমাদের সঙ্গে আলোচনা করবেন। সম্মেলনে কোন বিষয়গুলো তুলে ধরা হবে সেই প্রসঙ্গেও আলোচনা হবে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে এক রাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন বাংলাদেশের শীর্ষ এই কূটনীতিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ৯ এপ্রিল ঢাকা আসবেন জন কেরি

আপডেট সময় : ০৭:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্র সরকারের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জন কেরি। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

একেবারেই সংক্ষিপ্ত সফরে ৯ এপ্রিল ঢাকায় পা রাখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক বিদেশ মন্ত্রী জন কেরি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মূলত আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার কারণে এ বছর সম্মেলনটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট এর আগেই শেখ হাসিনাসহ ৪০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। এবারে বিষয়টি নিয়ে আলোচনা করতেই জন কেরির এই সফর। ঢাকায় তিনি মোট ৫ থেকে ৬ ঘণ্টার মতো অবস্থান করতে পারেন।

এ বিষয়ে বিদেশ মন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনের আয়োজন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তাছাড়া আমরা (বাংলাদেশ) ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের হয়ে রিপ্রেজেন্ট করি। এ কারণেই বিষয়গুলো নিয়ে জন কেরি আমাদের সঙ্গে আলোচনা করবেন। সম্মেলনে কোন বিষয়গুলো তুলে ধরা হবে সেই প্রসঙ্গেও আলোচনা হবে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে এক রাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন বাংলাদেশের শীর্ষ এই কূটনীতিক।