ছবি সংগ্রহ
ভায়াডাক্টের ওপর মেট্রোরেল চলাচলের ট্রয়াল রান শুরু হলো রবিবার থেকে। এদিন বেলা ১২টা নাগাদ সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের ট্রায়াল রানের পরীক্ষামূলক সূচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় কোটস অন লোডিং এলাকায় স্থাপিত পৃথক মঞ্চে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক উপস্থিত ছিলেন।
৬টি বগির ট্রেনটি ভায়াডাক্টের ওপর দিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত যায় এবং ফের ডিপোতে ফিরে আসে।
সেতুমন্ত্রী জানালেন, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানেল, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল লাইন-৬।
এর আগে শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়। ৬ বগিযুক্ত মেট্রোরেল মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে।
মেট্রো কর্তৃপক্ষ জানান, প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করা হয়। মেট্রোরেল লাইন-৬ এর জন্য গত ২০১৭ সালে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি
কনসোর্টিয়ামকে ২৪ সেট ট্রেন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। দুই পাশে দুটি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি হয় জাপানে।
উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্পটি ৮টি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে। প্যাকেজ-১ এর আওতায় ডিপো এলাকায় ভূমি উন্নয়ন কাজ শুরু হয় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর। চলতি বছরেই এ কাজ শতভাগ শেষ হয়েছে। প্যাকেজ-১ এ ৭০ কোটি ৫৮ লাখ টাকা সাশ্রয় হয়েছে।