শুরু হচ্ছে মাসব্যাপী বাংলাদেশ-যুব আর্ট প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৪:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ২৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বাংলাদেশ-যুব আর্ট প্রতিযোগিতার অংশ হিসেবে মাসব্যাপী প্রদর্শনী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বুধবার অপরাহ্নে প্রদর্শনীর উদ্বোধনী করবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তুরস্কের আইসিওয়াইএফ’র প্রেসিডেন্ট আয়হান।
প্রদর্শনী উপলক্ষ্যে মঙ্গলবার শিল্পকলা একাডেমী সাংবাদিক বৈঠকে জানান, ৪টি ক্যাটাগরিতে নির্বাচিত ১০০টি শিল্পকর্ম নিয়ে মাসব্যাপী ভার্চুয়াল শিল্পকর্ম প্রদর্শনী।
ওআইসি’র ৫৭টি সদস্য রাষ্ট্র ও অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের ১৮ থেকে ৩৫বছর বয়সী মোট ৩৩৫জন চারুশিল্পী ৪টি মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণে নাম লিখিয়েছেন।
একাডেমির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে (www.facebook.com/shilpakalapage) ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

যুব সেক্টরে প্রধানমন্ত্রী শেখহাসিনা ও তাঁর সরকারের প্রশংসানীয় নেতৃত্বের জন্য বাংলাদেশকে Dhaka OIC Youth Capital ২০২০ ঘোষণা করা হয়। ২৫ডিসেম্বর ২০১৯ ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইস্তাম্বুল ভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরাম (ওঈণঋ) এই ঘোষণা দিয়েছে।
Dhaka OIC Youth Capital ২০২০ হিসেবে ঢাকাকে নির্বাচন বিশ্বব্যাপী তরুনদের মধ্যে বাংলদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রতিযোগিতার আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপনকে আরো সমৃদ্ধ করেছে।