ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদের পরিবর্তে আগে গরিব দেশে টিকা দিন : ডব্লিউএইচও

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ২০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু-কিশোরদের পরিবর্তে আগে গরিবদেগুলোতে টিকা দিতে সম্পদশালী দেশের প্রতি অনুরোধ জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তিনি বলেন, আগে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করা উচিত।

গত ডিসেম্বরে করোনার টিকা প্রথম অনুমোদন পায়। সম্পদশালী দেশগুলো টিকার বেশির ভাগ সরবরাহ মজুত করেছে। বিভিন্ন দেশের মধ্যে জনসাধারণকে টিকা দেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে।

শুক্রবার জেনেভায় ভার্চ্যুয়াল সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস বলেন, তিনি বুঝতে পারছেন কেন কিছু দেশ শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দিতে চাইছে। এখন তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার মতো পর্যাপ্ত টিকা মজুত নেই। হাসপাতালগুলোতেও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামের অভাব রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনে টিকা দেওয়ার হার সর্বোচ্চ। টিকা দেওয়ার হার অনুসারে তৃতীয় স্থানে ভারত।

কোভ্যাক্সের লক্ষ্য হলো এর অন্তর্ভুক্ত ৯২টি গরিব দেশে প্রথম ধাপে ২০ শতাংশ জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতায় আনা। সংবাদ সম্মেলনে তেদরোস সতর্কতা জারি করে বলেন, মহামারির দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় বেশি মারাত্মক হতে পারে। এর মধ্যে ভারতের পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার কারণে নিম্ন আয়ের দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

যুক্তরাষ্ট্রের, কানাডায় ও সুইজারল্যান্ডের শিশু-কিশোরদের টিকা দেওয়া পরিকল্পনা করা হচ্ছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যত দ্রুত সম্ভব ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেশটির সরকার টিকা দেওয়ার পরিকল্পনা করছেন তারা। আগামী ৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশ করোনার প্রথথম ডোজ টিকা পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুদের পরিবর্তে আগে গরিব দেশে টিকা দিন : ডব্লিউএইচও

আপডেট সময় : ০৬:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১

শিশু-কিশোরদের পরিবর্তে আগে গরিবদেগুলোতে টিকা দিতে সম্পদশালী দেশের প্রতি অনুরোধ জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তিনি বলেন, আগে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করা উচিত।

গত ডিসেম্বরে করোনার টিকা প্রথম অনুমোদন পায়। সম্পদশালী দেশগুলো টিকার বেশির ভাগ সরবরাহ মজুত করেছে। বিভিন্ন দেশের মধ্যে জনসাধারণকে টিকা দেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে।

শুক্রবার জেনেভায় ভার্চ্যুয়াল সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস বলেন, তিনি বুঝতে পারছেন কেন কিছু দেশ শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দিতে চাইছে। এখন তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার মতো পর্যাপ্ত টিকা মজুত নেই। হাসপাতালগুলোতেও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামের অভাব রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনে টিকা দেওয়ার হার সর্বোচ্চ। টিকা দেওয়ার হার অনুসারে তৃতীয় স্থানে ভারত।

কোভ্যাক্সের লক্ষ্য হলো এর অন্তর্ভুক্ত ৯২টি গরিব দেশে প্রথম ধাপে ২০ শতাংশ জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতায় আনা। সংবাদ সম্মেলনে তেদরোস সতর্কতা জারি করে বলেন, মহামারির দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় বেশি মারাত্মক হতে পারে। এর মধ্যে ভারতের পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার কারণে নিম্ন আয়ের দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

যুক্তরাষ্ট্রের, কানাডায় ও সুইজারল্যান্ডের শিশু-কিশোরদের টিকা দেওয়া পরিকল্পনা করা হচ্ছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যত দ্রুত সম্ভব ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেশটির সরকার টিকা দেওয়ার পরিকল্পনা করছেন তারা। আগামী ৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশ করোনার প্রথথম ডোজ টিকা পাবেন।