সংবাদ শিরোনাম ::
শিবানী বিশ্বাস-এর কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ২২১ বার পড়া হয়েছে
অরুণ রবির আলো
আলোর তরী চললো রাতে,
হাডসানের ওই বুকের প’রে ।
বসে অনিমেষে চেয়ে দেখি
মন কেড়ে অন্য সুরে
বিষাদ ভেরী উঠলো বেজে,
মনের মাঝে।
দেখতে দেখতে ভাবি —
বসে বসে,
কবিতা যে সাহিত্য মুকুট ;
আমার লেখার উৎস সে এক;
রশ্মি বিন্দু এ ঝলক
সেই সে অন্য অরুণ
আলোক রবির পালক ।
আলোর তরী ভাসে নদীর বুকে;
চলেছে শেষ লক্ষ্যের দিকে ।
ওই তো সে দুরাস্ত ,
নাগাল পাওয়া ভার ।
ছেলের হাতের মোয়া!
সে তো নয়;
যাহোক হবে, তাহোক–
তবুও ;
জয়ী আমরা হবোই !
সৌভাগ্যের আলোক তরী,
চলতে শুরু করল
আবার ; শেষ গন্তব্যের দিকে
পৌছে যেতে হবেই–
সু-প্রভাতের দিকে।
অরুণ রবির আলোক তরী,
চলবে এবার জোর কদমে !
সুস্বাগতম ,সুস্বাগতম ;
বিজয় তরী ভিড়বে ঘাটে ।
আমরা সবাই অপেক্ষাতে ;
সেই অরুণ রবির কিরণ পেতে!!!
জার্সি সিটি
3/6/2021
