সংবাদ শিরোনাম ::
শিবানী বিশ্বাসের কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১ ২৩৫ বার পড়া হয়েছে
যন্ত্রণায় সুর দাও
স্বপ্নের রাজ্যে হারাও যখন
নিজের হৃদস্পন্দন শুনতে পাবে,
সেই মুখ, সেই ভাবনা
যখন ঈশ্বরও বঞ্চনা করে;
নিজের স্বপ্ন নিজেই দেখতে থাক !
প্রার্থণায় সুর দিয়ে,
যদি গাইতে থাক জোরে,
যন্ত্রণা চলে যাবে দূরে ।
তখন মনেহবে
তুমি একা নও
যন্ত্রণা ক্লিষ্ট করে না মোটেও;
সমস্যাকে সাথে নিয়ে
গান ধরো উচ্চ স্বরে;
যন্ত্রণায় সুর দাও,
গেয়ে চল অবিচল হয়ে।
যখন ঈশ্বরও বঞ্চনা করে—
তখনও;
যন্ত্রণার গান যদি গাইতে জান,
যন্ত্রণাকে উদাত্ত সুর দাও
জেগেও গেয়ে ওঠো তবে মন খুলে;
সেই সুর সাথে নিয়ে চল
তাকে একান্ত আপণ করে;
তখন তুমি একা নও,
একা নও মোটেও।
জার্সি সিটি
17/5/2021
