ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই ঢাকা-মস্কো টিকা চুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিগগিরই ঢাকা-মস্কো টিকা চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। অপর দিকে  ১২ মে’র মধ্যে চীন থেকে পাঁচ লাখ ডোজ টিকা আসার কথাও জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  একইসঙ্গে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন ভারত ছাড়া বিশ্বের অন্য যে দেশগুলো উৎপাদন করছে, আমরা সেই দেশগুলোর সঙ্গেও যোগাযোগ করছি। সব মিলিয়ে আশা করা যায়, খুব দ্রুতই ভ্যাকসিন সংকট কেটে যাবে।’

বৃহস্পতিবার বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রস্ততি ও জরুরি অক্সিজেন ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভার  প্রধান অতিথি হিসেবে  এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।  এসময় তিনি জানান,  রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক আনতে   শিগগিরই চুক্তি হবে।

জাহিদ মালেক বলেন, ‘ভারতের সেরাম কোম্পানির সঙ্গে আমাদের তিন কোটি ডোজ ভ্যাকসিনের চুক্তি থাকলেও সে দেশের বর্তমান ভয়াবহ অবস্থার কারণে চুক্তি অনুযায়ী সব ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।

তবে ভ্যাকসিনের বিষয়ে রাশিয়ার সঙ্গে সরকারের কথা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাশিয়ার সঙ্গে শিগগিরই চুক্তি করা হবে।   পাশাপাশি   চীন সরকারের সঙ্গেও আমাদের কথা হয়েছে। দ্রুতই চীনের ভ্যাকসিন নিয়ে একটি সিদ্ধান্তে চলে আসবে।

অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, করোনা নিয়ন্ত্রণ করতে হলে বেশি মানুষকে টিকা দিতে হবে। সরকার যাতে দ্রুতই ভ্যাকসিন আমদানি করতে সক্ষম হয়, সেজন্য সরকারের সকল বিভাগ সক্রিয় রয়েছে।

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিগগিরই ঢাকা-মস্কো টিকা চুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১

শিগগিরই ঢাকা-মস্কো টিকা চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। অপর দিকে  ১২ মে’র মধ্যে চীন থেকে পাঁচ লাখ ডোজ টিকা আসার কথাও জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  একইসঙ্গে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন ভারত ছাড়া বিশ্বের অন্য যে দেশগুলো উৎপাদন করছে, আমরা সেই দেশগুলোর সঙ্গেও যোগাযোগ করছি। সব মিলিয়ে আশা করা যায়, খুব দ্রুতই ভ্যাকসিন সংকট কেটে যাবে।’

বৃহস্পতিবার বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রস্ততি ও জরুরি অক্সিজেন ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভার  প্রধান অতিথি হিসেবে  এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।  এসময় তিনি জানান,  রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক আনতে   শিগগিরই চুক্তি হবে।

জাহিদ মালেক বলেন, ‘ভারতের সেরাম কোম্পানির সঙ্গে আমাদের তিন কোটি ডোজ ভ্যাকসিনের চুক্তি থাকলেও সে দেশের বর্তমান ভয়াবহ অবস্থার কারণে চুক্তি অনুযায়ী সব ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।

তবে ভ্যাকসিনের বিষয়ে রাশিয়ার সঙ্গে সরকারের কথা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাশিয়ার সঙ্গে শিগগিরই চুক্তি করা হবে।   পাশাপাশি   চীন সরকারের সঙ্গেও আমাদের কথা হয়েছে। দ্রুতই চীনের ভ্যাকসিন নিয়ে একটি সিদ্ধান্তে চলে আসবে।

অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, করোনা নিয়ন্ত্রণ করতে হলে বেশি মানুষকে টিকা দিতে হবে। সরকার যাতে দ্রুতই ভ্যাকসিন আমদানি করতে সক্ষম হয়, সেজন্য সরকারের সকল বিভাগ সক্রিয় রয়েছে।

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান প্রমুখ।