সংবাদ শিরোনাম ::
শর্মিষ্ঠা বিশ্বাস কবিতা: বর্ষা ঢুকেছে দেশে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
তেল আবিবের মেঘ
আমাদের আকাশে জমে উঠেছে কিছুটা সিঁদুরে চিত্তাকর্ষক কালো।
এত এত্তো
সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে
তা থেকে কিছুটা নিয়ে
মা
জ্বালানি হিসেবে ব্যাবহার করবার জন্য ল্যাবরেটরির মাইক্রোস্কোপে চোখ রেখেছেন।
ইসরায়েল ইরান
রাশিয়া ইউক্রেন
চার বার্ণারের স্টোভ
আমরা কয়েক ভাইবোন
সবাই সুস্বাদু খাবারের অপেক্ষায়
ডাইনিং টেবিলে
ঘ্রাণেন অর্ধভোজনং
মানচিত্রের কানা মাছি
ম ম গন্ধের ভূমধ্যসাগর আর লোহিতসাগর
আমাদের নাসারন্ধ্রের কাছে ভ্যান ভ্যান করছে।