লালসবুজে খচিত পতাকায় মিশে আছে লাখো বাঙালির রক্তের ফোঁটা
- আপডেট সময় : ০১:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের লালসবুজে খচিত পতাকায় মিশে আছে লাখো বাঙালির রক্তের ফোঁটা। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিনেসম্বর পর্যন্ত ন’মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৫৩ বছর আগে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশের। এবারে ৫৪’তে পা রাখলো সমৃদ্ধ বাংলাদেশ। স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জানায় লাখে মানুষ।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে বাংলাদেশ। দেশজুড়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দিন পালন করা হচ্ছে। এদিন ভোরে ৩১ বার দোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা হয়।
দিনের শুরুতেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেন করেন। এ সময় বাংলাদেশে সফরে আসা ভুটানের রাজাও শ্রদ্ধা নিবেন করেন।
ঢাকায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে তার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতেঢল নামে। সকাল থেকেই মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে ধানমন্ডির ৩২ নম্বর।
জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. আকতারুজ্জামান বলেন, ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপর ৯ মাসের যুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন হয়।
বঙ্গবন্ধুর স্বপ্ন দেখতেন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলবেন। আজ তার এই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন বলে জানালেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রেসিডিয়াম সদস্য আইয়ুব আলী খান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পিছিয়ে পড়া বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে আমরা কাজ করে চলেছি, জানালেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শিখা রাণী বিশ্বাস।
বাঙালি জাতি পরাধিন ছিলো। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ন’মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ আজ ৫৪তে পা রাখলো। আমরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের গড়ার প্রত্যয়ে কাজ করে চলেছি।