সংবাদ শিরোনাম ::
লাগাম টানা হচ্ছে গুগল মিটে আনলিমিটেড ভিডিও কল

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ২১৩ বার পড়া হয়েছে
গুগল মিটে আনলিমিটেড কথা বলার সময়ে লাগাম টানা হল। সিদ্ধান্ত অনুযায়ী একজন মুঠোফোন ব্যবহারকারী সর্বোচ্চ একঘন্টার গুগল মিটে ভিডিও কলের পরিষেবা পাবেন। সম্প্রতি এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট সংস্থা গুগল।
জানা যায়, ২৪ ঘন্টার জন্য ভিডিও কলের পরিষেবা ফ্রি ব্যবহারকারীর বেলায় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনজন বা তার বেশি সংখ্যক ব্যবহারকারী গুগল মিটের মাধ্যমে ভিডিও কল করতে যান, সেক্ষেত্রে ৫৫ মিনিটের মাথায়ই নোটিফিকেশনে জানান দেবে সময়সীমা শেষ হতে চলেছে। তবে ভিডিও কল ব্যবহারকারীর সংখ্যা যদি দু’জন হয় সেক্ষেত্রে এই নিয়ম থাকছে না।

যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, মেক্সিকো এবং জাপানের মত পাঁচটি দেশেই আপাতত এই নিয়ম লগু। যেখানে ২৪ ঘন্টা কথা বলার জন্য ব্যবহারকারীদের মাসে প্রায় ৮ ডলার মত খরচ করতে হবে। প্রাথমিক পর্যায়ে গুগল গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ভিডিও কলে আনলিমিটেড পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিলেও পরে তা চলতি বছরের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়।
এ কথা অস্বীকার করার জায়গা নেই যে গুগল মিটের জনপ্রিয়তা এখন যথেষ্ট। সেদিক থেকে বিবেচনায় গেলে স্কাইপ বা জুম কলকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে গুগল মিট।