ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক, নতুন দিগন্তের উন্মোচনের আশা বিএনপির

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠক, নতুন দিগন্তের উন্মোচনের আশা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে সুযোগ সৃষ্টি হয়েছে, এটি সঠিক সময়, সঠিক স্থান, যেখানে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে

থাইল্যান্ডে চোখের অস্ত্রোচার শেষে গত শুক্রবার রাতে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মঙ্গলবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন ফখরুল।

সেখানে রাজনীতি, নির্বাচন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, নির্বাচনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা, অন্তবর্তী সরকারের কর্মকাণ্ড, সংস্কার কমিশনসহ নানা বিষয়ে কথা বলেন। বিএনপি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, নির্বাচন হবে আগামী এপ্রিলের প্রথমার্ধে।

সরকারের এমন সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে ফখরুল বলেন, এই ব্যাপারে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নিইনি। তিনি আশা করেন, বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতেই সরকার এটা বিবেচনা করবেন।

বর্তমানে চারদিনের সফরে লন্ডনে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ড. ইউনূস-তারেক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে ২৬-এর জাতীয় নির্বাচনের তারিখের পরিবর্তন আসার সম্ভাবনা দেখেন কিনা।

এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমি খুবই ইতিবাচক মানুষ এবং আমি সবসময়ে পজেটিভ দিকটাই দেখতে চাই। তাতে করে আমি মনে করি, যে সুযোগ সৃষ্টি হয়েছে। এটি সঠিক সময়, সঠিক স্থান, সঠিক জায়গা, যেখানে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে।

সংবাদ সম্মেলনে ফখরুল জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তারেক সাহেব অবশ্যই দেশে ফিরবেন। তবে দিনক্ষণ কোনো সম্পের্কে কিছু জানাননি।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো আছেন বলে মনে হয়। ডাক্তাররাও বলেছেন, তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।

২০০৮ সালে কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানও তার সঙ্গে ছিলেন। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি।

তবছর ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর তারেক রহমান একের পর এক মামলা থেকে খালাস পান। সবশেষ গত ২৮ মে দুদকের মামলায় স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে তারেক রহমানের সাজার রায় বাতিল করে তাদের খালাস দেয় হাই কোর্ট। এরপর

১৭ বছর পর গত ৬ মে শাশুড়ির সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা। তবে তারেকের এখনও ফেরা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক, নতুন দিগন্তের উন্মোচনের আশা বিএনপির

আপডেট সময় : ০৯:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে সুযোগ সৃষ্টি হয়েছে, এটি সঠিক সময়, সঠিক স্থান, যেখানে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে

থাইল্যান্ডে চোখের অস্ত্রোচার শেষে গত শুক্রবার রাতে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মঙ্গলবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন ফখরুল।

সেখানে রাজনীতি, নির্বাচন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, নির্বাচনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা, অন্তবর্তী সরকারের কর্মকাণ্ড, সংস্কার কমিশনসহ নানা বিষয়ে কথা বলেন। বিএনপি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, নির্বাচন হবে আগামী এপ্রিলের প্রথমার্ধে।

সরকারের এমন সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে ফখরুল বলেন, এই ব্যাপারে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নিইনি। তিনি আশা করেন, বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতেই সরকার এটা বিবেচনা করবেন।

বর্তমানে চারদিনের সফরে লন্ডনে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ড. ইউনূস-তারেক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে ২৬-এর জাতীয় নির্বাচনের তারিখের পরিবর্তন আসার সম্ভাবনা দেখেন কিনা।

এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমি খুবই ইতিবাচক মানুষ এবং আমি সবসময়ে পজেটিভ দিকটাই দেখতে চাই। তাতে করে আমি মনে করি, যে সুযোগ সৃষ্টি হয়েছে। এটি সঠিক সময়, সঠিক স্থান, সঠিক জায়গা, যেখানে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে।

সংবাদ সম্মেলনে ফখরুল জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তারেক সাহেব অবশ্যই দেশে ফিরবেন। তবে দিনক্ষণ কোনো সম্পের্কে কিছু জানাননি।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো আছেন বলে মনে হয়। ডাক্তাররাও বলেছেন, তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।

২০০৮ সালে কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানও তার সঙ্গে ছিলেন। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি।

তবছর ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর তারেক রহমান একের পর এক মামলা থেকে খালাস পান। সবশেষ গত ২৮ মে দুদকের মামলায় স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে তারেক রহমানের সাজার রায় বাতিল করে তাদের খালাস দেয় হাই কোর্ট। এরপর

১৭ বছর পর গত ৬ মে শাশুড়ির সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা। তবে তারেকের এখনও ফেরা হয়নি।