লন্ডনে ইউনূস-তারেক বৈঠক, নতুন আশার আলো: ফখরুল

- আপডেট সময় : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার আগে বাংলাদেশ-এই নীতিকে হৃদয়ে ধারণ করে তারেক রহমান বরাবরের মতোই প্রমাণ করেছেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা। সময়ের প্রয়োজনে দায়িত্বশীল ছাড় দিয়ে দেখিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথযাত্রায় তিনি শুধু রাজপথের সর্বোচ্চ শক্তির নেতা নন, আলোচনার টেবিলে এবং ইতিবাচক ডায়ালগেও সমানভাবে দক্ষ ও দূরদর্শী।
শুক্রবার ঢাকায় বিবৃতিতে ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে।
ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র একটা দিনের ব্যাপার নয়। গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়, সেই চর্চা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে।
শুক্রবার লন্ডনে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণা আসার পর ফখরুল বিবৃতি দেন।
বিবৃতিতে ফখরুল বলেন, এই বৈঠকে ২০২৬ সালের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে, তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য স্বস্তি এনে দিয়েছে। ফখরুল এটাকে নতুন আশার আলো বলে মন্তব্য করেন।
যৌথ ঘোষণায় আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের আভাস রয়েছে। এতে বলা হয়, বৈঠকে তারেক রহমান আগামী রোজার আগে ভোটের প্রস্তাব করেন। তখন মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হয়, রোজা শুরুর আগের সপ্তাহেও ভোট করা যেতে পারে।
ফখরুল বলেন, পুরো বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে, এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানাই আন্তরিক ধন্যবাদ।
তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।