সংবাদ শিরোনাম ::
লকডাউন দ্বিতীয় দিনে ঢাকায় গ্রেফতার ৩৮৩ জন, জরিমানা

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ১৮৪ বার পড়া হয়েছে
কঠোর লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করায় দ্বিতীয় দিন ঢাকায় ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির জনসংযোগ ও সংবাদমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে কঠোর লকডাউনের দু’দিনে ঢাকায় মোট ৭৮৬ জন গ্রেফতার হলেন।
উপ-কমিশনার জানান, লকডাউন অমান্য করে করে অহেতুক ঘোরাফেরা করার দায়ে দ্বিতীয় দিনে ৩৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও মোবাইল কোর্টে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিন ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে। প্রসঙ্গত, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।