সংবাদ শিরোনাম ::
লকডাউনে মানবিক সহায়তা ২৩ কোটি টাকা বরাদ্দ

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
লকডাউন চলমান থাকায় মানবিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। দেশের ৬৪ জেলার দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে
মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় এ বরাদ্দ প্রদান করেছে। বরাদ্দের শর্তানুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন কেন্দ্রিক উপ-বরাদ্দ প্রদান করবেন।
৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদেরকে এই বরাদ্দ থেকে খাদ্য সহায়তা যেমন চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি প্রদান করতে হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়।