ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে প্রথম দিনে ঢাকায় দুই শতাধিক আটক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ২০৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার লাগাম টানতে কঠোর লকডাউনের প্রথম দিনে যানজটের নগরী ঢাকার এই অবিশ্বাস চিত্র ! ছবি সংগ্রহ

লকডাউনে প্রথম দিনে ঢাকায় বিধিনিষেধ ভঙ্গের দায়ে দুই শতাধিক ব্যক্তি আটক হয়েছেন। আটক ব্যক্তিরা সবাই অকারণে বাইরে বের হয়েছিলো। তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারছিল না। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।

রাজধানীতে বৃষ্টিতে ভিজে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে  দেখা গিয়েছে। ক’দিন ধরেই বাংলাদেশে বৃষ্টিপাত বেড়ে গিয়েছে। অব্যাহত বর্ষণে দেশের নদ-নদীর জল ফুঁসে ওঠছে। তিস্তা, ধরলার জল বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লকডাউনের প্রথম দিনে এমনি তুমুল বৃষ্টি অনেক আর্শিবাদ দেখা দিয়েছে। বলা যায় প্রতিকূল আবহাওয়া লকডাউন বাস্তবায়নকে এক ধাপ এগিয়ে দিয়েছে।

 

দেশের বিভিন্ন স্থানে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগেই ঘোষণা করা হয়েছিলো অকারণ ঘরের বাইরে পা রাখলেই জরিমানার পাশাপাশি গ্রেফতারের কথা।

অবশেষে করোনার প্রাদুর্ভাব শুরু প্রায় দেড় বছরের মাথায় চলমান লকডাউনের কঠোরতা কাকে বলে তার মুখো হলো আইনের তোয়াক্কা না করা রাজধানীর বাসিন্দারা।

মহানগরীর তেজগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় অকারণে রাস্তায় বের হবার দায়ে মামলার মুখোমুখি হতে হয়েছে। এ সময় পুলিশ দুই শতাধিক ব্যক্তিকে আটক ছাড়াও ৫০টি মামলা ঠুকে দেয়।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে অকারণে ঘর থেকে বের হবার কারণে  আটক এবং অর্ধশত যানবাহনের বিরুদ্ধে মামলা রজুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন।

ঢাকার বাইরে খুলনা, রাজশাহী অঞ্চল করোনার হটস্পটে পরিণত হয়েছে। খুলনায় সেনাবাহিনী টহলের পাশাপাশি জনসচেতনতায় মাইক করেন। এসময় রাস্তায় অবস্থান করা মানুষদের বাড়ি চলে যাবার নির্দেশনা দেন।

চট্টগ্রাম, সিলেটসহ দেশের সকল স্থানেই লকডাউনে বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য ছাড়াও ১০৬ জন ম্যাজিস্ট্রেট লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন।

এদিকে তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হাওয়াতে সকাল থেকেই তেজগাঁও জোনের অধীনে থাকা ৬ থানা এলাকায় ১৬৭ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লকডাউনে প্রথম দিনে ঢাকায় দুই শতাধিক আটক

আপডেট সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

করোনার লাগাম টানতে কঠোর লকডাউনের প্রথম দিনে যানজটের নগরী ঢাকার এই অবিশ্বাস চিত্র ! ছবি সংগ্রহ

লকডাউনে প্রথম দিনে ঢাকায় বিধিনিষেধ ভঙ্গের দায়ে দুই শতাধিক ব্যক্তি আটক হয়েছেন। আটক ব্যক্তিরা সবাই অকারণে বাইরে বের হয়েছিলো। তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারছিল না। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।

রাজধানীতে বৃষ্টিতে ভিজে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে  দেখা গিয়েছে। ক’দিন ধরেই বাংলাদেশে বৃষ্টিপাত বেড়ে গিয়েছে। অব্যাহত বর্ষণে দেশের নদ-নদীর জল ফুঁসে ওঠছে। তিস্তা, ধরলার জল বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লকডাউনের প্রথম দিনে এমনি তুমুল বৃষ্টি অনেক আর্শিবাদ দেখা দিয়েছে। বলা যায় প্রতিকূল আবহাওয়া লকডাউন বাস্তবায়নকে এক ধাপ এগিয়ে দিয়েছে।

 

দেশের বিভিন্ন স্থানে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগেই ঘোষণা করা হয়েছিলো অকারণ ঘরের বাইরে পা রাখলেই জরিমানার পাশাপাশি গ্রেফতারের কথা।

অবশেষে করোনার প্রাদুর্ভাব শুরু প্রায় দেড় বছরের মাথায় চলমান লকডাউনের কঠোরতা কাকে বলে তার মুখো হলো আইনের তোয়াক্কা না করা রাজধানীর বাসিন্দারা।

মহানগরীর তেজগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় অকারণে রাস্তায় বের হবার দায়ে মামলার মুখোমুখি হতে হয়েছে। এ সময় পুলিশ দুই শতাধিক ব্যক্তিকে আটক ছাড়াও ৫০টি মামলা ঠুকে দেয়।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে অকারণে ঘর থেকে বের হবার কারণে  আটক এবং অর্ধশত যানবাহনের বিরুদ্ধে মামলা রজুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন।

ঢাকার বাইরে খুলনা, রাজশাহী অঞ্চল করোনার হটস্পটে পরিণত হয়েছে। খুলনায় সেনাবাহিনী টহলের পাশাপাশি জনসচেতনতায় মাইক করেন। এসময় রাস্তায় অবস্থান করা মানুষদের বাড়ি চলে যাবার নির্দেশনা দেন।

চট্টগ্রাম, সিলেটসহ দেশের সকল স্থানেই লকডাউনে বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য ছাড়াও ১০৬ জন ম্যাজিস্ট্রেট লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন।

এদিকে তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হাওয়াতে সকাল থেকেই তেজগাঁও জোনের অধীনে থাকা ৬ থানা এলাকায় ১৬৭ জনকে আটক করা হয়েছে।