ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ড আর পর্তুগালের ঝড় শেষের আট মিনিটের চিত্র

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ২৫৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জোড়া গোল করেছেন রোনালদো ছবি সংগ্রহ

জোড়া গোল করেছেন রোনালদো

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মনে গড়াচ্ছির। হাঙ্গেরি পর্তুগালকে আটকে রাখবে তো বটেই, বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে পুরো তিন পয়েন্টও পকেটে পুরে ফেলতে পারে।

কিন্তু যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন রয়েছেন, সে দল শেষের আগে হাল ছাড়ে কী করে? পর্তুগাল ছাড়েনি। শেষমেশ তাই বড় এক জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোনালদোরা। নিজেদের মাঠে অন্তত এক পয়েন্টের আশায় খেলতে থাকা হাঙ্গেরি শেষদিকের পর্তুগিজ ঝড় আটকাতে পারেনি। শেষ আট মিনিটে তিন গোল খেয়ে হেরে যায় ৩-০ গোলে।


রোনালদো নিজের রূপকথার মতো ক্যারিয়ারে যোগ করলেন আরও দুটি রেকর্ড।

সবচেয়ে বেশি পাঁচটি ইউরোতে খেলার রেকর্ড তো মাঠে নামতেই হয়ে গেছে। এক গোল করলে রোনালদো ইউরোর মূল টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুয়েছেনতো বটেই-ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকেও ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। রোনালদো করলেন দুই গোল। ইউরোতে তার গোল এখন ১১টি, প্লাতিনির ৯টি।

রোনালদোদের দলের ম্যাচের পাশাপাশি হাঙ্গেরির এই ম্যাচের আরেকটা বড় আকর্ষণ ছিল গ্যালারি। হাঙ্গেরি। এবারের ইউরো যে ১১ দেশের ১১ শহরের ১১ ভেন্যুতে হচ্ছে, তার মধ্যে এই একটা ভেন্যুতেই শতভাগ দর্শক থাকবে বলে টুর্নামেন্ট শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল।

ম্যাচ শুরু আগেই দর্শক পূর্ণ গ্যালারি। করোনাকালে খাঁ খাঁ যেখানে নানা আয়োজনে দর্শক শূণ্য গ্যালারি, সেখানে দর্শকঠাসা গ্যালারি। মনে হয়েছে ফুটবলকে তারা কতই না মিস করেছে!

আক্রমণভাগে সঙ্গী হিসেবে রোনালদো পেয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের তিন বড় ক্লাবের তিন নামকরা উইঙ্গারকে – লিভারপুলের দিওগো জোতা, ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস।

ওদিকে নিজেদের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় ডমিনিক জবোসলাইকে চোটের কারণে হারানো হাঙ্গেরির একাদশে উল্লেখযোগ্য খেলোয়াড় হিসেবে ছিলেন লাইপজিগ রক্ষণভাগের তারকা উইলি অরবান ও গোলকিপার পিটার গুলাসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোনালদোর রেকর্ড আর পর্তুগালের ঝড় শেষের আট মিনিটের চিত্র

আপডেট সময় : ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১

জোড়া গোল করেছেন রোনালদো ছবি সংগ্রহ

জোড়া গোল করেছেন রোনালদো

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মনে গড়াচ্ছির। হাঙ্গেরি পর্তুগালকে আটকে রাখবে তো বটেই, বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে পুরো তিন পয়েন্টও পকেটে পুরে ফেলতে পারে।

কিন্তু যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন রয়েছেন, সে দল শেষের আগে হাল ছাড়ে কী করে? পর্তুগাল ছাড়েনি। শেষমেশ তাই বড় এক জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোনালদোরা। নিজেদের মাঠে অন্তত এক পয়েন্টের আশায় খেলতে থাকা হাঙ্গেরি শেষদিকের পর্তুগিজ ঝড় আটকাতে পারেনি। শেষ আট মিনিটে তিন গোল খেয়ে হেরে যায় ৩-০ গোলে।


রোনালদো নিজের রূপকথার মতো ক্যারিয়ারে যোগ করলেন আরও দুটি রেকর্ড।

সবচেয়ে বেশি পাঁচটি ইউরোতে খেলার রেকর্ড তো মাঠে নামতেই হয়ে গেছে। এক গোল করলে রোনালদো ইউরোর মূল টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুয়েছেনতো বটেই-ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকেও ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। রোনালদো করলেন দুই গোল। ইউরোতে তার গোল এখন ১১টি, প্লাতিনির ৯টি।

রোনালদোদের দলের ম্যাচের পাশাপাশি হাঙ্গেরির এই ম্যাচের আরেকটা বড় আকর্ষণ ছিল গ্যালারি। হাঙ্গেরি। এবারের ইউরো যে ১১ দেশের ১১ শহরের ১১ ভেন্যুতে হচ্ছে, তার মধ্যে এই একটা ভেন্যুতেই শতভাগ দর্শক থাকবে বলে টুর্নামেন্ট শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল।

ম্যাচ শুরু আগেই দর্শক পূর্ণ গ্যালারি। করোনাকালে খাঁ খাঁ যেখানে নানা আয়োজনে দর্শক শূণ্য গ্যালারি, সেখানে দর্শকঠাসা গ্যালারি। মনে হয়েছে ফুটবলকে তারা কতই না মিস করেছে!

আক্রমণভাগে সঙ্গী হিসেবে রোনালদো পেয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের তিন বড় ক্লাবের তিন নামকরা উইঙ্গারকে – লিভারপুলের দিওগো জোতা, ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস।

ওদিকে নিজেদের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় ডমিনিক জবোসলাইকে চোটের কারণে হারানো হাঙ্গেরির একাদশে উল্লেখযোগ্য খেলোয়াড় হিসেবে ছিলেন লাইপজিগ রক্ষণভাগের তারকা উইলি অরবান ও গোলকিপার পিটার গুলাসি।