ব্যতিক্রমী উদ্যোগ: শেখ রাসেল দিবসে ট্রেনে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ রেলপথ মন্ত্রীর

- আপডেট সময় : ১০:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
`উপহার সামগ্রীর মধ্যে ছিল একটি কেক, একটি পেন্সিল, একটি কাটার, একটি রাবার, দুটি স্টিকার, কয়েক ধরনের চকলেট’
বাংলাদেশের জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল। বেচে থাকলে তার বয়স হতো ৫৮ বছর। কিন্তু ঘাতকরা ১৯৭১ সালে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করে। সেসময় শিশু রাসেলকেও ক্ষমা করেনি। এবারেই প্রথম রাষ্ট্রীয়ভাবে শেখ রাসেল দিবস পালিত হচ্ছে।
এদিনে ট্রেন যাত্রীরা অর্জন করলেন এক নতুন অভিজ্ঞতা। কোন দিবস পালন উপলক্ষ্যে এই প্রথমবারের মতো কোন যানবাহনে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার
বেলা ১০টা। অনেকটা মোলায়েম বাতাস। কিছুদিনের উগ্রভাব নেই প্রকৃতির। ভিআইপি গেইট দিয়ে কমলাপুর স্টেশনে প্রবেশন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম। সঙ্গে রেলপথ মন্ত্রকেরস চিব, মহাপরিচালক (ডিজি)সহ উর্ধতন কর্মকর্তা। সফেদ পায়জামা-পাঞ্জাবি পরিহত মন্ত্রী। একতা এক্সপ্রেস ট্রেনটি তখন দাঁড়িয়ে রয়েছে তিন নম্বর প্লাটফর্মে। পায়ে পায়ে এগিয়ে গেলেন তিনি। কামরায় প্রবেশ করে শিশুদের পাশে গিয়ে নাম, কোনক্লাশের পড়ুয়া জানতে চান। এও জানতে চান রাসেল কে ছিলো বলো দেখি। তিনি ছিলেন বঙ্গবন্ধুর সবার ছোট ছেলে। আজ তার
জন্মদিন। এরপর পরম মমতায় শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। গোটা ট্রেনে উপহার সামগ্রী বিতরণ শেষে দুই নম্বর প্লাটফর্মে থাকা রেলওয়ের ভ্রাম্যমান জাদুঘর পরিদর্শন করেন। এইজা দুঘর এতোটা সাজানো-
গোছানো যা জানাছিলো না। পরে মন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, আজ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। আমরা রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি। এবারেই
ট্রেনে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হলো। মন্ত্রী বলেন, আমরা মনে করি শিশুদের মাঝে এই উপহার সামগ্রী বিরতণের মধ্য দিয়ে শেখ রাসেল সম্পর্কে বার্তা দেওয়া হলো। ঘাতকরা
তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই বিষয়ে শিশুদের মাঝে ঘৃণা জন্মাবে। তারা রাসেলকে নতুনভাবে জানার আগ্রহ পাবে। উপহার সামগ্রীর মধ্যে ছিল একটি কেক, একটি পেন্সিল, একটিকা টার, একটি রাবার, দুটি স্টিকার, কয়েক
ধরনের চকলেট। বিতরণ শেষে রেলপথ মন্ত্রী সহ অন্যরা স্টেশনে রাখা মুজিববর্ষ উপলক্ষে দুটি কোচে জাদুঘর বানিয়ে রাখা মুক্তিযুদ্ধ ভ্রাম্যমাণরে ল জাদুঘর পরিদর্শন করেন। রেলপথমন্ত্রী সাংবাদিকদের বলেন অপরাধীরা শেখ রাসেলসহ ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ড করে বীরদর্পে ঘুরে বেরিয়েছে। শিশুদের উপহার প্রদানের মাধ্যমে

শিশু রাসেলের খুনিদের প্রতি ঘৃণা জানানো আমাদের উদ্দেশ্য । এছাড়া শিশুদেরকে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে শেখ রাসেল সম্পর্কে জানার আগ্রহ তৈর করা আমাদের উদ্দেশ্য। এরআ গে সকালে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শহীদ পরিবারের সর্বকনিষ্ঠ শহীদ শেখ রাসেল এর ৫৮ তম
জন্মবার্ষিকী উপলক্ষে রেলভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রীসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ। এ সকল কার্যক্রমে রেলপথ মন্ত্রকের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ রেলপথ মন্ত্রক ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।